এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগ পত্রে বলেন, ‘সুপ্রিম কোর্ট ভবন এবং রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গন রক্ষা, বিচারপতিদের বাড়ি–ঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হয়রানি থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম সমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’
ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে এসে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশা করবো কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।
তিনি আরও বলেন, আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি। অন্যদের বিষয়ে আপডেট নেই। এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি।