যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে মঙ্গলবার প্রথম বারের মত মহাকাশের গভীরে নক্ষত্র এবং ছায়াপথের এমন কিছু রঙিন ছবি প্রকাশ করেছে, যা আগে কখনও দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “টেলিস্কোপটি আমাদের মহাবিশ্বের ইতিহাসে একটি নতুন দ্বার উন্মোচন করেছে”।
মঙ্গলবারের ছবিগুলি টেলিস্কোপ থেকে ডেটা ব্যবহার করে তা পরিবেশন করতে কয়েক সপ্তাহ সময় নিয়েছে। ছবিগুলোতে মহাবিশ্বের এমন ক্ষেত্রগুলি দেখা যাচ্ছে, যা নিয়ে গবেষকরা ভবিষ্যতের বৈজ্ঞানিক অনুসন্ধানগুলিতে মনোনিবেশ করতে পারবেন।
এক হাজার কোটি ডলারের এই টেলিস্কোপ, মহাকাশে উৎক্ষিপ্ত সর্বকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। অতীতের যেকোন টেলিস্কোপ এর চাইতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের আরো দূরের ছবি নিতে পারে।