ম্যাজিস্ট্রেট তাপসীকে বরখাস্তে রনির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৩০ ooo
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

চাকরিবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে প্রথমে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে করা পোস্টে নানা প্রশ্ন তুলেছেন রনি।

এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ।

কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উসকানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহেত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেও একটি পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন।

এদিকে উর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাকে গ্রেপ্তারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও লালমনিরহাটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

তারা ২৪ ঘণ্টার মধ্যে উর্মিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায়, ‘উত্তরবঙ্গ ব্লকেট’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category