ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর চালানো অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।
বুধবার (৭ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন। এর আগে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে নিহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানানো না হলেও এবারই প্রথম কাবেলো নিহতের এই বিশাল সংখ্যার কথা উল্লেখ করলেন।
যুক্তরাষ্ট্র ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো তার বক্তব্যে জানান, অভিযানে নিহতদের মধ্যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর অন্তত ২৩ জন সদস্য রয়েছেন, যাদের নামের একটি তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে মার্কিন সেনারা ‘ঠান্ডা মাথায়’ হত্যা করেছে।
এ ছাড়া কিউবা সরকারও নিশ্চিত করেছে যে, ভেনেজুয়েলায় মোতায়েনকৃত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন সদস্য এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে গত মঙ্গলবার থেকে ভেনেজুয়েলায় এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং কাবেলো তাদের ‘সাহসী’ বলে অভিহিত করেছেন।
অভিযানের সময় মাদুরো দম্পতির শারীরিক আঘাতের বিষয়েও নতুন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান যে, সিলিয়া ফ্লোরেস পালানোর সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের বন্দিশালায় রয়েছেন এবং তাদের নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে।
এদিকে কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে সরকার পরিচালনা ও জনমত গঠনের চেষ্টা চলছে। গত মঙ্গলবার কাবেলো নিজে কারাকাসে এক বিশাল মিছিলে অংশ নিয়ে মার্কিন এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার সেনাবাহিনীর মনোবল অটুট রাখার আহ্বান জানান।
সূত্র: রয়টার্স