যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে

আন্তর্জাতিক ডেস্ক / ২০ ooo
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক–ভল্টার স্টাইনমাইয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থা ধ্বংসে বড় ভূমিকা রাখছে। খবর বিডিনিউজের।

অত্যাচারীরা যা খুশি তা ছিনিয়ে নিতে পারে, বিশ্ব ব্যবস্থা যেন এমন ডাকাতদের আস্তানায় পরিণত না হয় সেজন্য ব্যবস্থা নিতে তিনি বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন। কয়েকদিন আগে ভেনেজুয়েলা থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণকাণ্ডে বিশ্বজুড়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা অব্যাহত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করেই স্টাইনমাইয়ার এমন নজিরবিহীন কড়া মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টাইমাইয়ারের মতে, বৈশ্বিক গণতন্ত্র এখন যেভাবে আক্রমণের শিকার হচ্ছে, অতীতে কখনোই তা দেখা যায়নি। জার্মান শাসনব্যবস্থায় প্রেসিডেন্টের ভূমিকা অনেকটাই অলঙ্কারিক, তবে তার কথার মূল্য আছে। মত প্রকাশের ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্টরা রাজনীতিকদের চেয়েও বেশি স্বাধীনতা ভোগ করেন। রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং ইউক্রেনে পুরোদস্তুর আক্রমণ চালানোর ঘটনাকে সন্ধিক্ষণ অভিহিত করে স্টাইনমাইয়ার বলেছেন, যুক্তরাষ্ট্রের আচরণ দ্বিতীয় ঐতিহাসিক ধসকে নির্দেশ করছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পতন, যারা এই বিশ্ব ব্যবস্থা গড়তে সহায়তা করেছিল, বুধবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জার্মান প্রেসিডেন্ট।

তিনি এ পরিস্থিতির পরিবর্তনে ভারত, ব্রাজিলের মতো দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান। এটা হল বিশ্বকে ডাকাতদের আস্তানায় পরিণত হওয়া আটকানো, যেখানে সবচেয়ে বড় অত্যাচারী তার ইচ্ছামতো যা খুশি তা নিয়ে নিয়ে নেয়, যেখানে অঞ্চলগুলো বা একেকটা দেশ বিবেচিত হয় সামান্য সংখ্যক শক্তিধরের সম্পদ রূপে, বলেছেন তিনি। হুমকিতে পরিপূর্ণ এমন পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ জরুরি এবং এজন্য ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ করতে হবে, বলেছেন স্টাইনমাইয়ার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category