যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে আগুনে পুড়ে হত্যার ঘটনায় স্বামীসহ ৩জনকে আসামী করে মামলা

Reporter Name / ৩০৩ ooo
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর পাগাড় আলেকেরটেক এলাকায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ রাজিয়ার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় সোমবার (১২ জুলাই) রাতে স্বামীসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আজিজুল হক। মামলায় আসামিরা হলেন- স্বামী জুয়েল মিয়া (৩০), শ্বশুর তোতা মিয়া (৬৯) ও ননদ রোজিনা আক্তার (২৫)। তারা প্রত্যেকেই ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খ-ল গ্রামের বাসিন্দা। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত তিন বছর আগে একই জেলার খ-ল গ্রামের তোতা মিয়ার ছেলে জুয়েলের সাথে বিয়ে হয় রাজিয়ার। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করত জুয়েল। গত বৃহস্পতিবার (০১ জুলাই) রাতে ফের রাজিয়ার নিকট দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিয়াকে মারধর করে জুয়েল। পরে মধ্যরাতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় জুয়েল। এসময় রাজিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ঘটনার পর ননদ রোজিনা আক্তার ফোন করে রাজিয়ার বাবাকে জানায়, তাদের মেয়ে আগুনে পুড়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর শুক্রবার (০৯ জুলাই) সন্ধ্যায় রাজিয়ার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category