দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতিবিরোধী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক ইয়াং ইন্ডিয়ান লিমিটেডের কার্যালয় সিল করার প্রতিবাদে শুক্রবার রাষ্ট্রপতি ভবন অভিমুখে পদযাত্রা করার পরিকল্পনা করেছে কংগ্রেস দল। ‘চলো রাষ্ট্রপতি ভবন’ শীর্ষক পদযাত্রাটি পার্লামেন্ট থেকে শুরু হবে। তবে প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় কংগ্রেস অভিযোগ করে, তদন্তের নামে দিল্লিতে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রাঙ্গণে অবস্থিত ইয়াং ইন্ডিয়ান এর দপ্তর সিল করে দেয়।
প্রতিষ্ঠানটি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। এ সময় কংগ্রেসের প্রধান কার্যালয়ের রাস্তাও ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করা হয়।
কংগ্রেস নেতারা বলছেন, কংগ্রেসের প্রধান কার্যালয় এবং কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বাসভবন পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। এ ঘটনাকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ আখ্যা দিয়েছে কংগ্রেস।
জ্যেষ্ঠ কংগ্রেস নেতা অজয় মাকেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি আয়োজন করবে কংগ্রেস। কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবন অভিমুখে পদযাত্রা করবেন এবং কংগ্রেসের কর্মীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন।
তবে শুক্রবারের প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অজয় মাকেন বলেন, ‘আমাদের ভয় দেখাতে এবং ঘটনাপ্রবাহ ভিন্ন খাতে নিতে এসব করছে কেন্দ্রীয় সরকার।