প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে লোকসভার স্পিকার ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে বেশ ভালোই বিতর্ক হয়েছে সোমবার। স্পিকার ওম বিড়লার কাছে রাহুল গান্ধী জানতে চান, তিনি মোদির সামনে মাথা নোয়ান কেন? স্পিকার সেই প্রশ্নে একটুও বিবৃত না হয়ে জানালেন তার আচরণের কারণ। একই সঙ্গে বললেন, প্রয়োজেনে পা ছুঁতেও আপত্তি নেই তার!
ওই সংক্রান্ত আলোচনার মধ্যেই হঠাৎ স্পিকারের উদ্দেশে রাহুল প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি দেখেছি, মোদিজি সামনে এলে আপনি মাথা নত করেন। কেন করেন বলুন তো?’
সাম্প্রতিক উদাহরণ টেনে বিরোধী দলনেতা বলেন, ‘সে দিন আমি এবং মোদিজি দু’জনেই আপনার সঙ্গে হাত মেলালাম। দেখলাম, আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি টান টান দাঁড়িয়ে রইলেন। অথচ মোদিজি সামনে আসতেই ঝুঁকে পড়লেন!’
লোকসভা স্পিকার নির্বাচনের দিনই রাহুল এবং মোদি বিড়লাকে অভিনন্দন জানিয়ে হাত মেলান। সেই ঘটনাই স্পিকারকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্নটি করেন রাহুল। সঙ্গে সঙ্গেই ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা হইহই করে সমর্থন করেন। পাল্টা আপত্তি তোলেন এনডিএ-র সংসদ সদস্যরা।
একটু থেমে এর পরে স্পিকার বলেন, ‘আমার শিক্ষা এবং নীতি এ-ও বলে যে, বড়দের সামনে শুধু মাথাই নোয়াব না, প্রয়োজন পড়লে নিচু হয়ে তাদের পা-ও ছুঁব।’