1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল: বিজেপি ২৪০, কংগ্রেসের ৯৯

রির্পোটারের নাম:
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮২ ০০০

অনলাইন ডেস্ক

লোকসভা নির্বাচনে মঙ্গলবার (৪ জুন) রাত আড়াইটা পর্যন্ত প্রাপ্ত ৫৪১ টি আসনের ফলাফলে কংগ্রেস ৯৯টি আসনে জিতেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসনটি হলো উত্তর প্রদেশের আমেথি। এটি ছিল বিজেপির ঘাঁটি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে রাহুল গান্ধী হেরেছিলেন এ আসনে। বর্তমানে আরও ৮টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে।

কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের জুনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) ঠেকাতে গঠিত হয় এই জোট। ইন্ডিয়া জোট এখন পর্যন্ত মোট ২৩১টি আসনে জিতেছে। যদিও ২৯৫টি আসনে প্রথমে এগিয়ে থাকার দাবি করা হয়েছিল।

আজ ভোট গণনা শুরু হওয়ার পর এনডিএ ২৯২টি আসনে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পেয়েছে ২৯৪টি। গণনা শুরু হওয়ার পর (পোস্টাল ব্যালট দিয়ে শুরু) ক্ষমতাসীন জোটটি দ্রুত ২৭২টি আসনের অর্ধেকেই এগিয়ে ছিল।

রাত আড়াইটা পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজেপি একাই জিতেছে ২৪০টি আসনে। অবশ্য দলের লক্ষ্য ছিল ৩৭০ আসন।

এ ছাড়া সমাজবাদী পার্টি ৩৭টি জিতেছে। আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিতেছে ২৯ টিতে।

এখনো যে ২টি আসনে ফল ঘোষণা বাকি, সে দুটিতে এগিয়ে আছে তামিলনাডুতে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং মহারাষ্ট্রের এনসিপি (এসপি)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু বিজেপির ৪০০ সিটের লক্ষ্য ছোঁয়ার আশা পূরণ হচ্ছে না—এটি স্পষ্ট। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সে পথে বাধা হয়ে রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony