কেউ যাতে আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Reporter Name / ২১০ ooo
Update : বুধবার, ৩ মে, ২০২৩

গাজীপুর মহানগর প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন অত্যন্তগুরুত্বপূর্ণ। গাজীপুরের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে জয়লাভ করতে চায়। কেউ যাতে আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে’
তিনি আরো বলেন,গাজীপুরে সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়লাভ করতে চাই।’ তিনি আরো বলেন, আওয়ামী লীগ মনোনিত কাউন্সিলর প্রার্থীরা নৌকার পক্ষে কাজ করবেন। নৌকার জন্য তিনবার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে পরে তার প্রতিকের জন্য ভোট চাওয়ায় আহবান জানান। তিনি বুধবার গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টঙ্গীর নতুনবাজার আওয়ামী কার্ষলয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র শাহাদাৎ বার্ষিকী পালনের প্রস্তুতি সভায় এ বক্তব্য দেন।  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহুল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকতারুজ্জামান,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ,কে,এম আফজালুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মেহেদী হাসান মোল্লা, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

গাজীপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে মায়া আরো বলেন, জনগণ আওয়ামী লীগকে ভালোবাসেন নৌকাকে ভালবাসে। আওয়ামী লীগের ছায়াতল থেকে বের হয়ে দেখুন একজন কর্মীও খুঁজে পাবেন না আপনার পেছনে। এবার নৌকার বিরোধীতা যে করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ছত্রছায়া থাকলেই হিরো হয়ে থাকতে পারবেন নয়তো জিরো হয়ে যাবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category