শিক্ষকদের হেনস্তার ঘটনায় সামাজিক প্রতিরোধ কমিটির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক / ১২৬ ooo
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকদের অপমান এবং হেনস্তার শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। আজ বৃহস্পতিবার সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা উপাচার্যকে শিক্ষার্থীরা জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার জন্য শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করছে না।
এই হেনস্তা থেকে নারী শিক্ষকরাও রেহাই পাচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ছাত্রদের ব্যবহার করা হচ্ছে। সারা দেশে সৃষ্ট এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাসমূহে সামাজিক প্রতিরোধ কমিটি গভীরভাবে লজ্জিত, দুঃখিত এবং উদ্বিগ্ন।
সামাজিক প্রতিরোধ কমিটি মনে করে, এসব ঘটনা সামগ্রিক শিক্ষাব্যবস্থা এবং পাঠদান প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলবে। সামাজিক অবক্ষয় এবং মানবিক মূল্যবোধের অভাবেই সমাজে এই ধরনের বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

সামাজিক প্রতিরোধ কমিটি বিবৃতিতে বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক, ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার, নাগরিক সমাজ এবং অভিভাবকদের বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category