সহিংসতায় নিহতদের স্মরণে দেশে এক দিনের শোক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
-
Update Time :
সোমবার, ২৯ জুলাই, ২০২৪
-
৬২
০০০
কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামীকাল শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে।
বৈঠকে কোটা আন্দোলনে নিহতের ঘটনায় শোক প্রস্তাবও দেওয়া হয়। এসংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদক উপস্থাপন করেন। এরপর শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল রবিবার পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category