সিরাজগঞ্জের বেলকুচিতে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কামাড়পাড়া ঘোষপাড়ায় বসত ঘর থেকে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)। খাটের ওপর ছিল তমার মৃতদেহ এবং মেঝেতে ছিল গৌরাঙ্গের মৃতদেহ।
এদিকে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও আলামত সংগ্রহে সিআইডি পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে এসেছে। বেলকুচি থানা পুলিশের প্রাথমিক ধারনা, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে খুনের পর স্বামী নিজেই ছুরি দিয়ে নিজের শরীরের রগ কেটে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন গৌরাঙ্গ ঘোষ। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দুজনের মৃতদেহ দেখা যায়। খাটের ওপর তমা এবং মেঝেতে গৌরাঙ্গের মৃতদেহ পড়ে ছিল।
বেলকুচি ওসি গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরাঙ্গ ঘোষের হাতের শিরা কাটা থাকলেও তার স্ত্রীর শরীরে কোনো দাগ ছিলনা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয় নিয়ে কিছুদিন থেকেই তাদের মধ্যে ঝামেলা ছিল। স্ত্রীকে প্রায়ই সন্দেহের চোখে দেখতেন গৌরাঙ্গ। ধারণা করা হচ্ছে, দাম্পত্য ঝামেলার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গৌরাঙ্গ ছুরি দিয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে রহস্য স্পষ্ট জানা যাবে।