1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

সোমালি জলদস্যুদের কবল থেকে ১৭ নাবিকসহ জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

রির্পোটারের নাম:
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৬ ০০০

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ভারতের নৌবাহিনী এ তথ্য জানায়।

গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতীয় রণতরি আইএনএস কোলকাতার সফল অভিযানে সাবেক এমভি রুয়েনকে জিম্মি করে থাকা ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এর ফলে সন্ধ্যা নাগাদ কোনো হতাহতের ঘটনা ছাড়াই জলদস্যুদের কবল থেকে ১৭ নাবিকসহ জাহাজটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কোলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হ্যাল আরপিএ, পি৮আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফ্ট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে।

অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকের উপস্থিতির জন্য জাহাজটিতে শুদ্ধি অভিযান চালানো হয়েছে বলেও এক্স পোস্টে জানানো হয়।

গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে।

মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী গত মঙ্গলবার ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony