স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ!

Reporter Name / ২০৬ ooo
Update : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে (২০) গণধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার ফরিদপুর গ্রামের শান্ত মিয়া (২১), রিফাজ (২১) ও মো. নাইম (১৯)।

ভুক্তভোগী নারী জানান, তিনি স্থানীয় নয়নপুর এলাকার একটি কারখানায় সহায়তাকারী হিসেবে চাকরি করেন। চার বছর আগে বিয়ে হয় তার। সেই ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের পারিবারিক কলহ চলছিল। তিনি কারখানায় চাকরি নিয়ে কোয়ার্টারে বসবাস করে আসছেন।

গতকাল শুক্রবার রাতে ওই গৃহবধূকে স্থানীয় শিশু শিক্ষা মডেল একাডেমির সামনে দেখা করতে বলেন তার স্বামী। স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে অপেক্ষা করার সময় অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি পরিত্যাক্ত কক্ষে নিয়ে যায়। পরে সেখানে তাকে গণধর্ষণ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category