হাজীগঞ্জে গত বুধবারের পুলিশ-জনতা সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ১ যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হলো।
বাচ্চু মিয়া জানান, মৃত সাগরকে (২৪) গত ১৬ অক্টোবর হাসপাতালের নিউরোসায়েন্স ওয়ার্ডে ভর্তি করা হয়।
সাগরের বাবা মো. মোবারক হোসেন জানান, বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় সোহাগ গুলিবিদ্ধ হন। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
সাগর পেশায় ট্রাকচালক ছিলেন বলে জানান তিনি।
সাগরের মরদেহ ঢাকা থেকে এখনও পৌঁছায়নি বলে জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।