হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হেফাজত ইসলামের ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতা মুফতি মো. ফয়জুল্লাহ দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুফতি ফয়জুল্লাহ বলেন, গতকাল বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন বাবুনগরী। আজ সকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বাবুনগরীকে চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসটিআরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আল্লামা বাবুনগরীর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এর আগে গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে গাড়িতে বসে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন বাবুনগরী।