প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা বিভাগে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪টার পর ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও ইন্টারনেট সেবা চালু হওয়ার বিষয়টি জানিয়েছেন। বলেছেন, বিকেল ৪টার পর ঢাকায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। থ্রিজি ও ফোরজি সেবা নিতে পারছেন গ্রাহকরা।
তবে, এখন শুধু ঢাকা বিভাগেই ইন্টারনেট সেবা চালু হয়েছে, বাকি বিভাগগুলোতে আগের মতোই বন্ধ আছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও ইন্টারনেট সেবা সচল হবে বলে জানা গেছে।
এর আগে, ভোর চারটার দিকে হঠাৎ করেই দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না। এতে ভোগান্তিতে ছিলেন তারা।
পরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে কারিগরি ত্রুটির কথা জানানো হয়। বলা হয়, কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকেল নাগাদ ইন্টারনেট সেবা ঠিক হতে পারে।