টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি
২০১৫সালের মজুরি কমিশন বাস্তবায়ন, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ ১১ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন টঙ্গীর পিপলস সিরামিক ইন্ডষ্ট্রিজ লি: এর শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ। রোববার সকাল ১১ টার পর থেকে টঙ্গীতে অবস্থিত পিপলস সিরামিক ইন্ডষ্ট্রিজ লি: কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করেছেন। বিকাল ৪টায় সেনাবাহিনীর আশ^াসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবী হচ্ছে ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়ন, ২০১৫সালের এরিয়া বিল কার্ষকর সহ ১১ দফা বাস্তবায়ন করা। এছাড়া তারা অভিযোগ করেছেন, বেশ কিছু অসৎ সিবিএ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে, নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
সেনাবাহিনী ও শিল্প পুলিশ পিপলস সিরামিক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, পিপলস সিরামিক ইন্ডষ্ট্রিজ লি: এর এমডি সোমবার কারখানায় উপস্থিত হয়ে সেনাসদস্য,শিল্পপুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ^াসে শ্রমিকরা বিকেল ৪ টায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
You must be logged in to post a comment.