টঙ্গীতে ৫৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল টঙ্গীর মিলগেইট এ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভুইঁয়া এমপি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব ওসমান আলী, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলীসহ অনান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুসহ পরিবারের অনান্য খুনি পলাতক আসামীদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের দাবী জানায়।