টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডে গত ১৫দিন যাবত ওয়াসার পানির তীব্র সংকটে বিরাজ করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। ওয়াসার পানির জিম্মি দসা থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিক বার যোগাযোগ করার পরও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পানি সংকটের কারনে অনেক ভাড়াটিয়া বাসা—বাড়ী ছেড়ে দিয়েছে। এতে করে অনেক বাড়ীর মালিক ক্ষতিগস্ত হয়ে পড়েছে। অপরদিকে ৫৬নং ওয়ার্ডে যাদের অর্থ আছে তারা নিয়মনীতির তোয়াক্কা না করে সিটি কর্পোরেশনের ওয়াসার আইন অমান্য করে অবৈধভাবে গভীর নলকূপ বসানোর হিড়িক পড়েছে।
এ বিষয়ে স্থানীয় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পাম্পগুলো পুরাতন হয়ে গেলে মেরামত করতে হয় এজন্য পানির সংকট দেখা দেয়। পানির সংকট থাকায় অবৈধ নলকুপের বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় না।
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের ওয়াসার দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মধুমিতা রোডে পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় পানি সঙ্কটের সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত মেরামতের চেষ্টা করছি।