টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীর বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকা থেকে গতকাল বুধবার শাবনূর (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাত্তার ও তার বন্ধু দুলালকে আটক করেছে পুলিশ। নিহতের বাবার নাম জরিফ উদ্দিন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামুড়হাঁট থানার অমরকুর গ্রামে।
পুলিশ জানায়, বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকার রেজাউল কবিরের বাড়ির পাশে পরিত্যাক্ত একটি জায়গা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এলাকাবাসী জানায়, গার্মেন্টস কমীর্ আব্দুস সাত্তার তার স্ত্রী শাবনূরকে নিয়ে ৪/৫ মাস পূর্বে স্থানীয় বড় দেওড়ার রেজাউল কবিরের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক বিষয় নিয়ে শাবনূরের সাথে তার স্বামীর প্রায় ঝগড়া হতো এবং তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটতো।
টঙ্গী পশ্চিম থানার এসআই কাউসার জানায়, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে আঘাতের কারণে তার মৃত্যু হতে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।