মরহুম সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২০৫ ooo
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

টঙ্গী প্রেসক্লাবে শুক্রবার (৭মার্চ) মরহুম সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  গাজীপুর- ২  আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। টঙ্গী   প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্ল্যাহ, মোস্তফা আমীর ফয়সাল, শেখ আজিজুল হক, মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন, মাকসুদ আহমাদ রবিন, লতিফ মোহাম্মদ হালিম, জাকারিয়া চৌধুরী, এমআর নাসির প্রমুখ।

বক্তব্যে প্রধান অতিথি হাসান উদ্দিন সরকার  বলেন, সাংবাদিকদের সত্যকে সত্য আর মিত্যাকে মিথ্যা বলতে হবে।  তিনি আরো বলেন,  বিগত স্বৈরাচারের দোসরদের পদাঙ্ক অনুসরণ না করে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান। এছাড়াও সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: নুরুল ইসলামের রোগমুক্তি জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category