রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর দেশটি ছেড়ে যেতে চাওয়া সাধারণ আফগানদের ভিড়ে হট্টগোল লেগে যায় কাবুল বিমানবন্দরে, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া মার্কিন সৈন্যদের। এক পর্যায়ে প্রায় ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয় বিমানবন্দর। এরপরও বিমানবন্দরে বাড়তে থাকে ভিড়।
এর মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, যে যেভাবে পারছে বিমানে উঠছে। সোমবার কাবুল বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা যায়, মরিয়া আফগানরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সঙ্গে সঙ্গে ছুটে চলছে এবং অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছে।
আরেকটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে দুইজন মানুষ ছিটকে নিচে পড়ছে।
বিমান থেকে খসে পড়া ওই দুইজন সম্পর্কে সহোদর। দুই ভাইয়ের এক জনের বয়স ২৫। নাম শাফিউল্লা হোতাক। অন্যজন ২০ বছরের। নাম ফিদা মহম্মদ। বাড়ি কাবুলের কাছে পাঘমানে। খবর আনন্দবাজার পত্রিকার।
কাবুল বিমানবন্দর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়ির ছাদে আছড়ে পড়েছিলেন দু’জন। এতটাই শব্দ হয়েছিল যে প্রতিবেশীরা ভেবেছিলেন বিস্ফোরণ হয়েছে। জায়গাটির নাম খ্যায়ের খানা। সেখানকার বাসিন্দা সালেকের দোতলা বাড়ির ছাড়ে খসে পড়েন দুই সহোদর।