টঙ্গী পশ্চিম থানা পুলিশ সোমবার রাতে গাজীপুর সদর থানার পিবিআই অফিসের পিছনের জঙ্গল থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র হেদায়েতুল্লা (১৪) কে উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রোববার টঙ্গীর মিলগেইট এলাকা থেকে কয়েকজন অপহরণকারী মাদ্রাসা ছাত্র হেদায়েতুল্লাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরনকারীরা অপহৃতের অভিবাবকের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। হেদায়েতুল্লার মা হেলেনা বেগম মুক্তিপনের টাকা জোগার করতে না পেরে নিরুপায় হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম এর দিকনির্দেশনা এস আই মেহেদী হাসান ও এএসআই জাবেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত বাবার নাম রফিকুল ইসলাম। সে টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় বসবাস করে। মো: হেদায়েতুল্লাহ টঙ্গীর অলিম্পিয়া মতি মসজিদ মাদ্রসায় হেফজ বিভাগের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ মো: শাহ্ আলম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.