গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া বর্ণমালা এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় এই নিহতের ঘটনা ঘটে। নিহতের নাম, তাহমিনা বেগম (৩৮) পিতা- আওয়াল হোসেন, সাং- জয়পুর, নুর ইসলাম মিয়ার বাড়ি ,থানা- হোমনা জেলা- কুমিল্লা বর্তমান ঠিকানা- বর্ণমালা, রবিউলের বাড়ির ভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব গাজীপুর।
স্থানীয়রা জানান, রেললাইনের পাশ দিয়ে হাঁটার ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরবর্তীতে রেলওয়ে পুলিশ লাশ হেফাজতে নেন। আইনি ব্যবস্থা শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, ট্রেনের ধাক্কায় নিহত নারীর লাশ রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।