জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে কারণ দর্শানোর চিঠি দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। তবে জাহাঙ্গীরের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আজমত উল্লাহ।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আন্দোলন শুধু আওয়ামী লীগ করছে না। এই আন্দোলনে সাধারণ মানুষেরও উপস্থিতি আছে। ছাত্রলীগসহ আমাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলন করছে। এখন শোকজ করা হয়েছে। এই শোকজের পরিপ্রেক্ষিতে তারা যদি তাদের আন্দোলন চালিয়ে যেতে চায়…তাদেরও তো একটা দাবি আছে।’
কেন্দ্র থেকে মেয়র জাহাঙ্গীরকে কারণ দর্শাতে বলা হলেও আন্দোলন বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি বলে জানান আজমত উল্লাহ।
তিনি বলেন, ‘কেন্দ্র তো শোকজ করার সঙ্গে কাউকে বলেনি আপাতত আন্দোলন বন্ধ। এটা যেহেতু কেন্দ্র থেকে বলা হয়নি, তাই আন্দোলন চলতেই পারে। আন্দোলন চলবে।’
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা একটি চিঠি জাহাঙ্গীরের কাছে পাঠানো হয় বলে নিশ্চিত করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। চিঠির জবাব দিতে জাহাঙ্গীরকে ১৫ দিন সময় দেয়া হয়েছে।
কারণ দর্শানোর চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মেয়র জাহাঙ্গীরও। তিনি বলেন, ‘আমি চিঠির লিখিত জবাব দেব।’
শুরু থেকেই বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করে আসা এই মেয়র বলেন, ‘ষড়যন্ত্রকারী ও আমার নির্বাচনের বিরোধিতাকারীরাই এই অপপ্রচার চালিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যেভাবে চায়, আমি সেভাবেই জবাব দেব।’