রাজধানীর গাবতলীর কয়লাঘাট এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় চার শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক দিনমনি শর্মা শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ পর্যন্ত নিখোঁজ চার শিশু ও একজন নারীর লাশ উদ্ধার করেছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। সন্ধ্যা ৬টায় এদিনের মতো উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। রোববার সকালে আবার উদ্ধার তৎপরতা শুরু করা হবে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কয়লাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে সাতজন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ জানান, ট্রলারটিতে চড়ে কয়েকজন নদী পার হওয়ার সময় এটি ডুবে যায়।
You must be logged in to post a comment.