রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার দরবারের বিরুদ্ধে তদন্ত করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে পীর দিল্লুরের আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান ‘নো অর্ডার’ দেন।
এর ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী শিশির মনির। তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ বহাল হওয়ায় রাজারবাগ পীরের বিরুদ্ধে তদন্তকাজ চলতে আইনগত আর কোনো বাধা রইল না।
গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশন (দুদক), তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কি-না তা তদন্ত করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং উচ্চ আদালতে রিটকারী ৮ জনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট।
পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন দিল্লুর রহমান। আদালতে দিল্লুর রহমানের পক্ষ শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল।
গত ১৬ সেপ্টেম্বর দিল্লুরসহ কয়েকজনের বিরুদ্ধে ভুক্তভোগী ৮ জন ব্যক্তির পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।