আজও শাহরুখ-পুত্রের জামিনের আবেদন মঞ্জুর করল না মুম্বইয়ের এক বিশেষ আদালত। ফলে আরও কয়েক দিনের বন্দিদশা আরিয়ান খানের। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। তার সঙ্গে আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আজ শুক্রবার শুনানি শেষে মুম্বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকার আরিয়ান খান, তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন না মঞ্জুর করেছেন। আদালত থেকে তাকে আর্থার রোড কারাগারে পাঠানো হবে। আদালতে শাহরুখ ও গৌরী খান আদালতে উপস্থিত ছিলেন না। তবে পরিবারের সদস্যরা এজেন্সির মাধ্যমে আরিয়ানের সঙ্গে দেখা করতে পারবে বলে জানিয়েছেন আদালত।
আজ আদালতে আরিয়ানের পক্ষে ছিলেন আইনজীবী সতীশ মানেশিন্দে, অন্যদিকে এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অব ইন্ডিয়া অনিল সিং।
এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ানসহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদন ‘ভুল, অস্পষ্ট এবং গ্রহণযোগ্য নয়’। অন্যদিকে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে বলেন, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি, তার বিরুদ্ধে কেবল মাদক সেবনের অভিযোগ রয়েছে। যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা এনসিবি উল্লেখ করছে সেটিও মাদক সংক্রান্ত নয়।