যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইলফলকের দৃশ্যমান অবস্থায় এখন দেখতে পাচ্ছি, আমাদের দেশেও মেট্রোরেল, পদ্মা সেতু ও উড়াল সেতুসহ ৮/১০ লেন বিশিষ্ট হাজারো রাস্তাঘাটের ছড়াছড়ি। এখন আর আক্ষেপ নেই। আমাদের দেশেই এখন বিদেশের মতো উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ শনিবার গাজীপুর মহানগরীর টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ডে—২০২১ উপলক্ষে গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিপদ আপদে যারা মানুষের কাছে ছুটে যায় তাঁরাই পুলিশ। এই পুলিশ বাহিনীই আজ কমিউনিটি পুলিশদের সঙ্গে নিয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনা ৯৯৯ চালু করে এক অনন্য নজির স্থাপন করেছেন। অনুষ্ঠানের মূল শ্লোগান ছিল, “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”। সারা দেশে ৬০ হাজার কমিউনিটি কমিটির মাধ্যমে ১২ লাখ কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার বরকত উল্লাহ খান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, কাজী ইলিয়াস আহমেদ, রফিকুল ইসলাম, ওয়াজ উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ, আবদুল্লাহ আল মামুন, জাকির হাসান, হাফিজ উদ্দিন, এসি পীযূষ কুমার দে, ওসি টঙ্গী পূর্ব পশ্চিম থানা শাহ আলম ও জাভেদ মাসুদ, ফজলুল হক, রজব আলী, আবু বক্কর সিদ্দিক, নাসির উদ্দীন মোল্লা, সাদেক আলী, আবুল হোসেন, জবে আহমেদ, গিয়াস উদ্দিন সরকার, আবদুল্লাহ আল মামুন মন্ডল, জয়নাল আবেদিন বিএ, বিকম মতি, বিল্লাল হোসেন মোল্লা, কাজী মঞ্জুর, মশিউর রহমান সরকার বাবু, হারুন আর রশিদ, মামুন উর রশিদ মোল্লা, বদরুল আলম পাশা, আসাদুল কবির, দেলোয়ার হোসেন, মোঃ হিরন, জাহিদুল কবির আনোয়ার, আলাউদ্দিন মিয়া ও আবু জাফর আহমেদ প্রমূখ।