ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীর লড়াই

Reporter Name / ৩৫৩ ooo
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনে চেয়ারম্যান পদে এক দম্পতি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো. সাজেদুল আলম স্বাধীন চারিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এবারের নির্বাচনে তার স্ত্রী লিলি আক্তারও প্রার্থী হয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দেওয়ান রিপন হোসেন। তবে ভোটের আগে বেশি আলোচনায় আছেন পরস্পরের প্রতিদ্বন্দী এই দম্পতি। কিন্তু প্রতিদ্বন্দী এই দম্পতি বলছেন, এটা তাদের একটি নির্বাচনী কৌশল।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে চেয়ারম্যন পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। একজন প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১১টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৯৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির সমর্থিত প্রার্থী স্বাধীন বলেন, আসলে নির্বাচন আমি একাই করছি। তবে আমার স্ত্রী প্রার্থী হওয়ার কারণ আছে। যেকোনো কারণে আমার মনোনয়ন বাতিল হলে তখন যেন সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই ভাবনা থেকে স্ত্রীকে প্রার্থী করেছি। আমার স্ত্রী এখন জনসংযগ করছে। কিন্তু সে আমার জন্যই ভোট চাইছে। আশা করছি এবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবো।

আওয়ামী লীগের প্রার্থী দেওয়ান রিপন হোসেনের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও ফোনে কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category