রাজশাহীতে জবাই করে হত্যা

Reporter Name / ৩১৯ ooo
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

আতেকা (৩৫) নামে এক বিধবা নারীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার ওই নারী রাজশাহী জেলার পুটিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া কারিকর পাড়া গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলের কোনো এক সময় বাড়ির পাশের বিলে ছাগল চড়াতে গেলে তাকে একা পেয়ে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার হাতের বিভিন্ন অংশে ও মাথায় গুরুতর আঘাত করা হয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। হত্যার সাথে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, ধোপাপাড়া কারিগর পাড়া গ্রামের সফের কারিগরের ছেলে ইয়ানূস কারিগর, টাটু কারিগরের ছেলে ছবির কারিগর, জয়নুউদ্দিন কারিগরের ছেলে বুলবুল কারিগর ও কাদের কারিগরের ছেলে মোজাহার আলি কারিগর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর পূর্বে আতেকার স্বামী আতাহার আলী মারা যায়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে স্বামীর ভিটায় বসবাস করতেন। পাশাপাশি ছাগল পালন করতেন। প্রতিদিনের ন্যায় তার ছাগল বাড়ির পাশের বিলে চড়াতে নিয়ে যান। গতকাল বিকাল ৫টার দিকে আতেকা বিলের থাকা ছাগল আনতে গেলে সন্ধ্যার দিকে ছাগল বাড়ি ফিরে আসলেও তিনি বাড়ি ফেরেনি। পরে তার ছেলে ও তার স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে পাট ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায়। লাশ দেখে আর আত্মীয় স্বজনরা চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনে। তখন লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে আতেকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর ধারণা আতেকাকে দুর্বৃত্তরা ধর্ষণ করে হত্যা করেছে। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চার জনকে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে আশা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে রামেক হাসপাতালে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলেছে বলে এ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category