গাজীপুরের টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার দুপুরে চেরাগআলীস্থ টোকিও টাওয়ারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে এম. এ লতিফ সভাপতি ও শাহাদাত হোসেন কাজল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
২৫ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বিকাশ আচার্য্য, মোশারফ হোসেন, মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন বুলবুল, আবু সাঈদ দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক রওশন আলী, হালিম খান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম নুরু এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম, সামসুল হক ও আবু তাহের। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও মোকাদ্দেছ আলী বাচ্চু।
You must be logged in to post a comment.