নিখোঁজ রাশিয়ার বিমান

Reporter Name / ৩০৬ ooo
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

২৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ হয়ে গেছে। এএন-২৬ বিমানটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যথাসময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সেটি নিখোঁজ হয়েছে।

দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, ‘প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই বিমান খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।’

ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, মোট ২৯ জন ছিল ওই বিমানে।

এদিকে, আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সব জরুরি সেবাদাতাপ্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category