ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

Reporter Name / ২৮২ ooo
Update : বুধবার, ২১ জুলাই, ২০২১

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ শতাধিক আহতের খবর পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটমার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা দুই ভাগে বিভক্ত হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে আজ বুধবার সকালে পাড়াকাটা গ্রামের সজল গাইনের (১৭) সঙ্গে একই গ্রামের জামাল মল্লিকের (৩৮) কথা কাটাকাটি হয়।

এরপর দুদল গ্রামবাসী একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাওন সিকদার জানান, গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোন পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category