লকডাউন অমান্য করে কারখানা খোলা রাখায় নিটল মটরস্ লি: সার্ভিসকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৪৭ ooo
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

গতকাল মঙ্গলবার বিকেলে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধ অমান্য করে টঙ্গীতে নিটল মটরস্ কারখানা চালু রাখায় গাজীপুর সিটি কর্পোরেশন জোন—১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কারখানাটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে প্রায় অর্ধশত শ্রমিক কারখানায় কর্মরত ছিল। তাদের মধ ছিল না এবং সেখানে হাত ধোয়াসহ হ্যান্ডস্যানিটাইজারের কোন কিছুই দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন, এডমিন অফিসার সুজন, ফ্যাক্টরী ম্যানেজার নূরে আলম তন্ময় শ্রমিকদের জোরপূর্বক কাজ করতে বাধ্য করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে কারখানা খোলা রেখে করোনা সংক্রমণ বৃদ্ধি ও স্বাস্থ্যঝুঁকির পরিবেশ সৃষ্টি করায় নিটল মটরস্ লি: সার্ভিসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category