পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

Reporter Name / ২৭৭ ooo
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

তকক্সবাজারের টেকনাফের হ্নীলা ভিলেজারপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল।

 

 

 

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ওই এলাকার সৈয়দ আলমের সন্তান।

 

 

তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।

 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করে  জানান, গভীর রাতে ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলমের বাড়ির পাশের পাহাড় ধসে গেলে তার তিন ছেলে ও দুই মেয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

 

তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

চেয়ারম্যান আরও জানান, টানা বর্ষণে হ্নীলা ইউনিয়নে শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে।

 

 

এই এলাকার মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category