প্রতিনিধি টঙ্গী (গাজীপুর)
গাজীপুর মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দসহ প্রায় দুইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও রহস্যজনক কারণে শোকজ ও কার্যকরি কমিটির সভায় বর্বরোচিত হামলাসহ বিভিন্ন সময়ে ত্যাগী, পরিক্ষিত, দুর্দিনের আওয়ামী লীগের নেতাদের উপর হামলা এবং মানহানীর ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ভূক্তভোগী নেতাকর্মীরা।
গতকাল শনিবার বিকেলে শতাধিক নেতাকর্মী স্বাক্ষরিত আবেদনপত্রটি ধানমন্ডি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়ার কাছে পৌঁছানো হয়। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, কর্নেল (অব.) ফারুক খান, এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, এমপির কাছে অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল।
রিয়াজ মাহমুদ আয়নাল জানান, আমরা দলের পরীক্ষিত নেতাকর্মী। ছাত্রলীগ থেকে শুরু করে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সবাই গাজীপুর আওয়ামী লীগের দুর্দিনের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী। প্রত্যেকেই ন্যূনতম ২০ থেকে ৫০ বছর যাবত কোনো না কোনো সাংগঠনিক দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এমনকি এসব নেতারা অতীতে জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। ওই সকল নেতাদেরকে মহানগর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পদক এডভোকেট জাহাঙ্গীর আলমের সাথে সংশ্লিষ্টতার ঠুনকো অভিযোগ এনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শোকজ নোটিশ গত ১লা জুন মহানগর থেকে শুরু করে থানা ও ওয়ার্ড পর্যায়ের দুইশ’ নেতাকর্মীর নামে প্রেরণ করা হয়েছে। যা দলীয় নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও গত ২১ ডিসেম্বর দলীয় কার্যকরি কমিটির সভায় বর্বোরোচিত হামলা করে টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম মোকসেদ আলম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় দলের জ্যেষ্ঠ নেতাদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। যা দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত গাজীপুর আওয়ামী লীগের জন্য অশনি সংকেত।
তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা অটুট এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে জরুরি ভিত্তিতে দলীয় কার্যকরি কমিটির সভায় ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার ও অনৈতিক শোকজ প্রদান করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি লাঘবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।