নিজ শরীরে আগুন দেওয়া সেই চিকিৎসকের মৃত্যু

Reporter Name / ৩৩৭ ooo
Update : বুধবার, ২৯ জুন, ২০২২

পারিবারিক কলহের জেরে নিজ শরীরে আগুন দেওয়া মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক অদিতি সরকার মারা গেছেন।  অদিতি রাজধানীর ওয়ারী থানার হেয়ার স্ট্রিট রোডের বাসিন্দা ছিলেন।

(বুধবার) সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউয়ের ১৮ নম্বর বেডে মারা যান মিটফোর্ড হাসপাতালের ওই নারী চিকিৎসক। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ব্যাপারে অদিতির স্বামী গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।  আমি একজন ইঞ্জিনিয়ার।  গত শুক্রবার দুপুরে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।  এ নিয়ে সে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category