ফের বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

Reporter Name / ২৬০ ooo
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ফের বিয়ে করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। শুক্রবার পূর্ণিমা সাংবাদিকদের জানান, মাসখানেক আগে পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

আশফাকুর রহমানের সাথে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চার কী পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সাথে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর তিনি নিজেরই পরিবারকে জানান। এরপর দুই পরিবারের আলোচনার মাধ্যমে পারিবারিকভাবে সামান্য আয়োজনে বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।’

বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরো বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’

পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category