স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার আড়াই বছরের জেল

Reporter Name / ২২৮ ooo
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে করা মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহাকে (৪০) দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শামসুদ্দোহা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের নুরুদ্দিন আহম্মেদের ছেলে।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ফরিদপুরের কোতোয়ালি থানায় শামসুদ্দোহাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন স্ত্রী ফারজানা খন্দকার। পরে এ বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে ঢাকার রাজাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন ২৫ ফেব্রুয়ারি সকালে শামসুদ্দোহাকে কোতোয়ালি থানায় আনা হয় এবং বিচারের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়। বাদীপক্ষের আইনজীবী শাহ মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category