পটিয়ায় মাকে গুলি করে হত্যাকারী সেই পাষণ্ড ছেলে গ্রেফতার

Reporter Name / ২৪৭ ooo
Update : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

চট্টগ্রামের পটিয়ায় গুলি করে মাকে হত্যা করা সেই পাষণ্ড ছেলে মাইনুলকে (২৯) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (১৭ আগস্ট) রাতে নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে মাইনুল ইসলামকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইফসুফ।

গত ১৬ আগস্ট দুপুর দেড়টায় পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে মা জেসমিন আকতারকে (৬০) গুলি করে পালিয়ে যান মাইনুল ইসলাম। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে মা জেসমিন আক্তার মারা যান। ওই ঘটনায় নিহতের মেয়ে শায়লা শারমিন নীপা পটিয়া থানায় একটি মামলা করেন।

বুধবার ময়নাতদন্ত শেষে জেসমিন আকতারের লাশ বাড়িতে আনা হয়। পরে একই দিন বাদ আসর জানাযা শেষে সবজারপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছেলের গুলিতে নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক দুইবারের পৌর মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ শামসুল আলম মাস্টারের সহধর্মিনী ছিলেন। শামসুল আলম মাস্টার গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বামী মারা যাওয়ার ৩৫ দিনের মাথায় ছেলের গুলিতে মারা যান জেসমিন আকতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category