গাজীপুরে শহীদ আহসান উল্লা মাষ্টারের জন্মদিন পালিত

Reporter Name / ২১৯ ooo
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

প্রতিনিধি টঙ্গী (গাজীপুর)
প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ৭২তম জন্মদিন গাজীপুরে যথাযথ মর্ষাদায় পালিত হয়েছে। দিবসটি পালন করার লক্ষ্যে গাজীপুর মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাাহ মাস্টার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ,পবিত্র কুরআনখাণি, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে দিনটি পালন করে।
এর আগে বুধবার রাত ১২ টা ১ মিনিটে টঙ্গী নতুন বাজার থানা আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান।
এ ছাড়াও টঙ্গীতে শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭২তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে টঙ্গীর সমাজকল্যান কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক(বাবু) এর সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউল্লা মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, টঙ্গী থানা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কে এম নাসির প্রমুখ।
সভায় প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, স্বাধীনতাবিরোধী পরাজিত অপশক্তির ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে বিএনপি আবারো ক্ষমতায় এসে আওয়ামী লীগ কর্তৃক গৃহীত সংস্কারের সব উদ্যোগ বন্ধ করে দেয়। এমনকি পরবর্তী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে প্রায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা প্রনয়ণ করে বিএনপি-জামায়াত জোট সরকার। এরপর ২০০৭ সালের ২২ জানুয়ারি আরেকটি প্রহসনমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা করে। নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসের একটি নিকৃষ্টতম প্রহসন এটি। ফলে দেশজুড়ে গণ-আন্দোলনের মুখে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোটের পতন ঘটে।
তিনি আরো বলেন,৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং আহসান উল্লাহ মাস্টারের হত্যাকা- একই সূত্রে গাঁথা। আহসান উল্লাহ মাস্টারের মতো নিবেদিতপ্রাণ নেতা যারা ছিলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় তাদের হত্যা করে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকান্ড- সংঘটিত হয়।
সভায় অন্য বক্তারা বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার পরিচ্ছন্ন, সাহসী রাজনীতিবিদ ও জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় অনেকেই হন, কিন্তু মানুষের হৃদয়ে ঠাঁই কতজন নিতে পারেন? আহসান উল্লাহ ছিলেন তেমনই একজন। দেশের আন্দোলন, সংগ্রাম, অধিকার নিশ্চিতকরণে তার নাম চির অক্ষয় হয়ে থাকবে। শহীদ আহসান উল্লাহ সততা, আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন। তার সেই জীবন থেকে শিক্ষা নিতে হবে।
শহীদ আহসান উল্লা মাষ্টারের জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী ২০ জনকে হুইল চেয়ার করা হয় এবং শতাধিক ছিন্নমূল শিশুদের মধ্যে নতুন জামা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category