টঙ্গীতে পুলিশের সাথে বিসিকশিল্পমালিকদের সমঝোতা স্মারক

Reporter Name / ১৮১ ooo
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

প্রতিনিধি,টঙ্গী (গাজীপুর)
শিল্পনগরীর টঙ্গীতে বিসিকশিল্পপ্রতিষ্ঠানেরশ্রমিক, সিকিউরিটি, ড্রাইভার ও হেল্পারদের ডোপ টেস্টের মাধ্যমে বিসিকশিল্পনগরীরমাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত রাখারনিমিত্তেশিল্পমালিকদের সাথে মেট্রোপলিটনপুলিশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরঅনুষ্ঠানঅনুষ্ঠিতহয়েছে।
শনিবারসকালে টঙ্গীর বিসিকটাম্পাকোফয়েলসলিঃ প্রাঙ্গণে এ অনুষ্ঠানআয়োজনকরেন, গাজীপুর মেট্রোপলিটনপুলিশ ও বিসিকশিল্পমালিককল্যাণসমিতি।
অনুষ্ঠানেবিসিকশিল্পমালিককল্যাণসমিতিরসভাপতি সৈয়দ তানভীর হোসেনএরসভাপতিত্বে সাধারণসম্পাদকমহিউদ্দিন শেখএরসঞ্চালনায়প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনপুলিশকমিশনার মোল্যানজরুলইসলামবিপিএম(বার), পিপিএম(বার।
অনুষ্ঠানেআরওউপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনপুলিশেরউর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ, শিল্পকারখানামালিক, কর্মচারী, শ্রমিক, পরিবহণমালিক-চালকসহএলাকারসূধীজন।
বিসিকশিল্পনগরীমালিককল্যাণসমিতিরসভাপতি সৈয়দ তানভীর হোসেনবলেন, এ উদ্যোগবিসিকশিল্পনগরীএলাকায়শান্তি শৃঙ্খলাএবংমাদকের বিস্তার রোধেকার্যকরীভূমিকারাখবে ।
প্রধানঅতিথি বলেন, বাংলাদেশের অর্থনৈতিকচাকাসচলরাখতেশিল্পকারখানারপরিবহণচালক-শ্রমিকের গুরত্বপূর্ণ অবদানরয়েছে। তবে গুটিকয়েক মন্দ লোকমাদকের সাথে জড়িয়েপড়ায়বিভিন্নধরনেরঅপরাধের সাথে জড়িয়েপড়ছে, সেই সাথে তারপরিবারেরতথা দেশেরঅনেকবড় ক্ষতির সম্মূখীনহতেহচ্ছে। এ সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে মাদকের সাথে জড়িতবিভিন্নসামাজিকসমস্যাগুলোঅনেকাংশেকমেআসবে। শুধুপুলিশএকার পক্ষে সমাজ থেকে মাদকনির্মূল সম্ভব নয়। সমাজেরপ্রতিটিমানুষের সম্মিলিতপ্রয়াসে এ ব্যাধীকে দূর করতেহবে। সেই লক্ষ্যে এ সমঝোতা স্বাক্ষর স্মরণীয়হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category