নয়াপল্টনের বিএনপির অফিস থেকে বোমা উদ্ধার: ডিবি

Reporter Name / ১৭১ ooo
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কার্যালয় থেকে নগদ ২ লাখ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি রান্নার উপকরণ এবং অবিস্ফোরিত ১৫টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, সমাবেশ ১০ ডিসেম্বর, কিন্তু তিন-চার দিন আগেই অবস্থান নেয়ার জন্য পৌনে দুই লাখ পানির বোতল, চালসহ রান্নার উপকরণ নিয়ে এসেছে বিএনপি।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। বর্তমানে বিএনপি কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category