টঙ্গীতে বিকল্প মডেল হাই স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
Reporter Name
/ ২৩৩
ooo
Update :
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
Share
গাজীপুরের টঙ্গীতে বিকল্প মডেল হাই স্কুলের সমাপনি পরিক্ষায় কৃতকার্জ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় এরশাদনগর এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকল্প মডেল হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের শিক্ষক আবদুল আজিজ টিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।