ফুটবল কিংবদন্তি পেলে আর নেই। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময়) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পেলের মেয়ে কেলি নাসিমেন্তোর বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
ফুটবল বিশ্বে পেলেই একমাত্র খেলোয়াড় যার তিনটি (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরনের রেকর্ড করে বসেন তিনি। এমনকি সেই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান তিনি।
You must be logged in to post a comment.