গাজীপুর মহানগর প্রতিনিধি
ভুয়া পরিচয়ে টঙ্গী প্রেসক্লাবের নামে একাউন্ট খুলে সিটি করপোরেশনের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিএমএম আদালতে বৃহস্পতিবার মামলা হয়েছে। মামলা নং -৮৫/২০২৩। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে টঙ্গী প্রেসক্লাবের বিলুপ্ত ও মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির (২০১৯-২০২১) সাবেক সভাপতি আলী হায়দার ভুয়া পরিচয়ে গত বছর ২৮ ডিসেম্বর প্রেসক্লাবের নামে সিটি করপোরেশনের এক লাখ টাকার অনুদানের একাউন্টপেয়ী একটি চেক উত্তোলন করে নেন। পরে জালজালিয়াতির আশ্রয় নিয়ে গোপনে ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখায় প্রেসক্লাবের নামে ভুয়া একাউন্ট খুলে ওই চেকের টাকা উঠিয়ে নেন। ব্যাংক জালিয়াতির এ ঘটনায় গত ২ জানুয়ারি প্রেসক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে লিখিত অভিযোগ করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কতৃপক্ষ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া হিসাব নম্বরে সব লেনদেন বন্ধ করে দেয় এবং এ ভুয়া হিসাব খুলার সাথে জড়িত সংশ্লিষ্ট শাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে মর্মে প্রেসক্লাব কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে। ব্যাংক কর্তৃপক্ষের এ চিঠি পেয়ে ভুয়া হিসাব খুলা ও টাকা আত্নসাতে জড়িত টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হায়দার, সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাবেক কোষাধ্যক্ষ হাসান মামুন, জনৈক রেজাউল কবীর রাজীব ও কামাল হোসেনসহ ভুয়া কাগজপত্র তৈরির সাথে জড়িত আরো অজ্ঞাতনামাদের আসামী করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।
টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজ উদ্দিন বলেন, টঙ্গী পৌরগেট সংলগ্ন এনএফসি হোটেলের মালিক কামাল হোসেনের সহায়তায় সকল আসামী পরষ্পর যোগসাজশ করে ভুয়া পরিচয়ে জালজালিয়াতির মাধ্যমে টঙ্গী প্রেসক্লাবের অনুদানের টাকা আত্মসাতের উদ্দেশেই ভুয়া হিসাবটি চালু করে। ফলে সকল তথ্য প্রমাণ পেয়ে তারা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ নং আদালতে (টঙ্গী) বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। শুনানী শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গাজীপুর সিআইডি পুলিশকে নির্দেশ দেন।
উল্লেখ্য এর পূর্বেও টঙ্গী প্রেসক্লাবের ২৮লক্ষ টাকা আত্নসাতের অভিযোগে আসামীদের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা নং ১০০/২২ দায়ের হয়েছে। তা বর্তমানে পিবিআই তদন্ত করছে।