গাজীপুরের টঙ্গীতে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নুর মদিনা মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন, নূর মদিনা মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান হানাফী, সাংবাদিক নুর হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে বার্ষি ক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী হাসান উদ্দিন বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে সালাম রফিক বরকত সহ অসংখ্য মানুষ বুকে তাজা রক্ত দিয়ে আন্দলন করে শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। নিজের আবেগ অনুভতি প্রকাশ করতে পারছি। এই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা বরন করেছিলেন। তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। তাদের মধ্য থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব বেড়িয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।